ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯১৫ ইং


  • প্রতিষ্ঠান সম্পর্কে
  • ১৯১৫ সালে ১ নভেম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নবম শ্রেণির পাঠক্রম দিয়ে শুরু হয় ছাগলনাইয়া হাই ইংলিশ স্কুলের পথচলা। ১৯১৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি লাভ করে । 

     এরপর ১৯৭৭ সালে করা হয় পাইলট হাই স্কুল এবং সর্বশেষ ২০০৯সালে ছাগলনাইয়া ( মডেল) পাইলট হাই স্কুল নির্বাচিত হয় । ২০১৫ সালে শতবর্ষ পূর্ণ করে। বর্তমানে ছাগলনাইয়া (সরকারি ঘোষিত ) পাইলট হাইস্কুল নামে পরিচিতি লাভ করে। উপজেলার প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠানটি ৪.৪১ একর জমি জুড়ে অবস্থিত । ।ছাগলনাইয়া উপজেলায় সর্ব প্রথম এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। 
     শিক্ষকের মধ্যে বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক সহ ২০ জন সহকারি শিক্ষক কর্মরত রয়েছেন। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ০৮টি শাখা রয়েছে। এ ছাড়াও কারিগরি শিক্ষা জন্য ০৩টি ট্রেড আছে ।
    বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যক্রম সকাল ৯টা ৪৫ মিনিটে এসেম্বলির মাধ্যমে শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। তবে বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে সম্মানিত শিক্ষকমণ্ডলী নিয়মিত শ্রেণি কার্যক্রমের বাইরে বিদ্যালয়ে অতিরিক্ত ১ ঘণ্টা কর্মরত থাকেন যা তাদের পাঠদান কার্যক্রমকে আরও সুনিবিড়ভাবে সম্পাদন করতে সাহায্য করে। 
    বিদ্যালয়ে ৪টি একাডেমিক ভবনে রয়েছে। সুবিশাল খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা, প্রাত্যহিক এসেম্বলি, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অনুশীলন সহ নানা সমাজসেবা মূলক কাজে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ফলাফলের এক সোনালী অতীত।
    বিভিন্ন সময়ে বিদেশে প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত প্রধান শিক্ষক সহ উচ্চ শিক্ষিত ও নিবেদিত শিক্ষকমণ্ডলী আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে প্রত্যয়দীপ্ত হয়ে পাঠদান করেছেন যা কালের পরিক্রমায় আজও গতিশীল।
     অধুনাকালে শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্টে ক্লাস প্রেজেন্টেশন করে শিক্ষার্থীদেরকে পাঠে অধিকতর মনযোগী করতে সক্ষম হয়েছেন। এখানে বি এন সি সি; রেড ক্রিসেন্ট, স্কাউট এর কার্যক্রম সফল ভাবে চালু রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন, শিক্ষা সফরসহ সকল সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়াস পাচ্ছে। যার অংশ হিসেবে প্রতি বছর জ়ে এস সি ও এস এস সি, পরীক্ষায় উল্লেখযোগ্য এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে আসছে ।
  • Developed by  SKILL BASED IT - SBIT