ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯১৫ ইং


  • ইতিহাস
  • ঐতিহ্যবাহী ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ছাগলনাইয়া উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।১৯১৫ সালে ১ নভেম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নবম শ্রেণির পাঠক্রম দিয়ে শুরু হয় ছাগলনাইয়া হাই ইংলিশ স্কুলের পথচলা এবং ১৯১৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাই। এর পর ১৯৭৭ সালে করা হয় পাইলট হাই স্কুল এবং সর্বশেষ ২০০৯সালে মডেল পাইলট হাই স্কুল। ২০১৫ সালে শত বর্ষ পূর্ণ করে। বর্তমানে ছাগলনাইয়া ( সরকারি ঘোষিত ) পাইলট হাই স্কুল নামে পরিচিতি লাভ করে।
    এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ড এত স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয়। ১০০ (একশ ) বছর আগে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেক বাধা বিপত্তির পথ অতিক্রম করে আজকের এই গৌরবদীপ্ত অবস্থানে এসে পৌছেছে। এর অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। এ দীর্ঘ পথ পরিক্রমায় যে সকল সম্মানিত বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য , সম্মানিত প্রধানশিক্ষক, সহকারী প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, অফিস সহকারী ও এমএলএসএস এই বিদ্যালয়ের গৌরব বৃদ্ধির জন্য নিরলস শ্রম দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, তাদের কাছে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ঋণী হয়ে আছে। এর অগ্রযাত্রা আরো গৌরবদীপ্ত হোক, দেশ-দেশান্তরে এর সুনাম আরো বৃদ্ধি হোক এটাই আমাদের একমাত্র কামনা। মহান সৃষ্টিকর্তা বিদ্যালয়ের এ চলার পথকে আরো গৌরবোজ্জ্বল করুন।

  • Developed by  SKILL BASED IT - SBIT